পাবনার সুজানগরের মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় গুলোতে বিভিন্ন প্রকাশনীর দেওয়া ভুলেভরা ফ্রি প্রশ্নপত্রে অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সরকারি নীতিমালা অনুযায়ী কেনা বা কোন প্রকাশনীর দেওয়া প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবেনা। বিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে তথা বিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা মানসম্মত প্রশ্ন তৈরী করে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা নিবেন। কিন্তু বিদ্যালয়ের শিক্ষকরা দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারি নীতিমালা উপেক্ষা করে বিভিন্ন প্রকাশনীর দেওয়া ভুলেভরা ফ্রি প্রশ্নপত্রে চলতি অর্ধবার্ষিক পরীক্ষা নিচ্ছেন। তবে ফ্রি প্রশ্নপত্রে ওই পরীক্ষা নেওয়া হলেও শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন ও উত্তরপত্রের জন্য দেড়‘শ থেকে দুই‘শ টাকা পর্যন্ত পরীক্ষার ফি আদায় করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকরা জানায়, উপজেলার অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষকরা পাঞ্জেরী, লেকচার এবং নব পুথিঘরসহ বিভিন্ন প্রকাশনীর গাইড ও নোট বই চালিয়ে দেওয়ার শর্তে বছরের শুরুতে প্রকাশনী কর্তৃপক্ষের কাছ থেকে মোটা অংকের উৎকোচ গ্রহণ করেন। সেই সঙ্গে ওই সময় শিক্ষকরা প্রকাশনী কর্তৃপক্ষকে তাদের বিদ্যালয়ের বার্ষিক এবং অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফ্রি সরবরাহ করার শর্তদেন। সেকারণে প্রকাশনী কর্তৃপক্ষ বাধ্য হয়ে বছরে দু’টি পরীক্ষায় ফ্রি প্রশ্নপত্র সরবরাহ করেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, চলতি অর্ধবার্ষিক পরীক্ষায় ওই সকল প্রকাশনীর সরবরাহ করা ফ্রি প্রশ্নপত্রে একাধিক বানান, শব্দ এবং বাক্য ভুলেভরা। এ ছাড়া কোন কোন শ্রেণির প্রশ্নে আবার বানান, শব্দ এবং বাক্য ভুলের পাশা-পাশি একই বাক্য একাধিকবারও ব্যবহার করা হয়েছে। এতে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বেশ বেগ পেতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী বলেন শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাদের বিবেক অন্যান্যের চেয়ে উন্নত হতে হবে। অথচ তারা বিবেকবর্জিতভাবে ভুলেভরা প্রশ্নপত্রে শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন যা, অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাকর। তাদের এ কর্মকা- মেনে নেওয়া হবেনা। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।।