ময়মনসিংহের মুক্তাগাছায় একটি আমি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোরে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছার লেংড়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মেদুর গ্রামের ট্রাক চালক সেলিম রেজা ও কিশোরগঞ্জ জেলার নেওয়াজপুর ইউনিয়নের চারিতলা গ্রামের আম ব্যবসায়ী রুহুল আমীন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, রাজশাহী থেকে আম ভর্তি একটি ট্রাক কিশোরগঞ্জ যাওয়ার পথে বুধবার মুক্তাগাছার নিমুরিয়া এলাকার লেংড়ার বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেন্ট্রি গাছের সাথে ধাক্কা খেয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক ও ট্রাকে বসে থাকা আম ব্যবসায়ী নিহত হন।
ওসি জানান, পুলিশ লাশ দু’টি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।