‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনোই জঙ্গি ও মাদকসেবীদের সঙ্গে আপস করবে না। আর মাদকের সাথে জড়িত প্রশাসন বা সাংবাদিক, কিংবা যে পেশারই হোক না কেন, কোন ছাড় হবেনা। পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। আর কোন ব্যক্তির কারণে একতরফভাবে প্রতিষ্ঠানকে দায়ী করার সুযোগ নাই। এক্ষেত্রে সাংবাদিক ও পুলিশ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ মঙ্গলবার (২৫ জুন) দুপুরে রাজশাহীর র্যাব-৫ সদর দফতরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেছেন এখানে নবনিযুক্ত অধিনায়ক পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান বিপিএম।
এর আগে দুপুর ১২টার দিকে মতবিনিময় সভার শুরুতে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে নবনিযুক্ত অধিনায়ককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর পরিচিতি পর্ব শেষ করে সাংবাদিকদের কাছ থেকে এ অঞ্চলের সার্বিক আইনশৃংখলা পরিস্থিতির খোঁজখবরসহ পরামর্শমূলক মতামত গ্রহণ করেন।
অধিনায়ক তার বক্তব্যের শুরুতে যোগদানের পরের ১২ দিনের কর্মকা- তুলে ধরে বলেন, ‘র্যাব-৫ রাজশাহীর ১৩তম অধিনায়ক হিসেবে গত ১২ জুন যোগদান করেছি। এরমধ্যে ২৪ জুন পর্যন্ত রাজশাহী র্যাবের আভিযানে ২ কোটি ৮৫ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধারসহ জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। তবে এতে আমি মোটেও সন্তুষ্ট নই, কারণ আমার জানা মতে এ অঞ্চলে যে পরিমানে মাদকের বিস্তার রয়েছে তাতে এ অর্জন কিছুই নয়। আগামি সভায় নিশ্চই এর চেয়েও ভাল কিছু আপনাদের সামনে উপস্থাপন করা হবে।’
‘মাদকের সঙ্গে কোনো র্যাব সদস্য জড়িতের প্রমাণ পেলে তার বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে উল্লেখ করে অধিনায়ক মাহ্ফুজুর রহমান বলেন, ‘রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলা নিয়ে র্যাব-৫ গঠিত। এসব জেলার বেশিরভাগই সীমান্ত সংলগ্ন। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত সংলগ্ন শিবগঞ্জ ও নাচোল এলাকা দিয়ে জঙ্গি ও মাদক প্রবেশ করে থাকে। এখন থেকে পূর্বের চেয়েও নজরদারি বাড়ানো হয়েছে।’
র্যাব-৫ এর সদস্য সংখ্যা কম থাকায় দায়িত্ব পালনে কিছুটা বেগ পাওয়ার কথা স্বীকার করে নবনিযুক্ত অধিনায়ক বলেন, ‘এখানে ৬৬৮ সদস্যের বিপরীতে প্রায় সাড়ে ৪শ’ জনবল নিয়ে কাজ করতে হচ্ছে। তবে হতাশ হওয়ার কিছু নেই। জনবল ঘাটতি পূরণে বিশেষ পরিকল্পনা অনুযায়ী কাজ করা হবে। জামিনে বের হওয়া জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরো নজরদারী বাড়ানো হবে। এ জনবল নিয়েই সারাদেশের মধ্যে র্যাব-৫ তার কর্মক্ষেত্রের যোগ্যতা বাছায়ে শীর্ষ অবস্থানে থাকবে ইনশা-আল্লাহ।’
সাংবাদিকদের উত্থাপিত পরামর্শ গ্রহণ করে অধিনায়ক মাহ্ফুজুর রহমান বলেন, ‘বৈধ মাদক ব্যবসায়ীরাও (শুধু মদ) এখন থেকে কঠোর নজরদারীতে থাকবে। যেন বৈধভাবে সেবনকারীর বাইরে কেউ না পায়। আর স্কুলড্রেস পরিহিত কোন শিক্ষার্থী শিক্ষাঙ্গনের বাইরে গিয়ে আড্ডারত থাকলে আটক করে তাদের পরিবারের অভিভাবকসহ স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানকে অবগত করেই ছাড়া হবে। যেন পরবর্তিতে আর এমনটি না হয়। কারণ স্কুলড্রেস পরিহিত অবস্থায় শিক্ষাঙ্গনের বাইরে থাকা মানেই কোন না কোন অপরাধ কর্মকা-ে জড়িতের আশঙ্কা থাকে। এ ক্ষেত্রে সাংবাদিকদের জরালো অব্যাহত সহযোগিতার আহবান জানান অধিনায়ক মাহফুজুর রহমান।
জানা গেছে, র্যাব-৫ রাজশাহীর ১৩তম অধিনায়ক হিসেবে গত ১২ জুন যোগদান করেন মাহফুজুর রহমান। এর আগে ১৮তম বিসিএস পরীক্ষায় ঊত্তীর্ণ হয়ে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বান্দরবান জেলা, এপিবিএন ঢাকা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মুন্সিগঞ্জ ও টাংগাইল জেলাসহ পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি (এনসিবি-ইন্টারপোল), এআইজি (ক্রাইম-৩) পদেও দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে বিশেষ অবদান রাখায় ২০১৩ সালে তিনি বিপিএম-সেবা পদকে ভূষিত হন।