একজন গ্রাম ডাক্তার ঐ অঞ্চলের মানুষের বিপদের বন্ধু। রোদ, বৃষ্টি, ঝড়, খরা, কাঁদা, রাত্রী উপেক্ষা করে গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের যেকোন রোগ বা অসুস্থতার খবরে ছুটে যান রুগীর বাড়িতে। সামান্য ওষুধ পত্রের মাধ্যমে মুক্তি পায় সাধারন সব রোগ ব্যাধি থেকে। আবার যেসব রোগ ব্যাধি সম্পর্কে তাদের ভাল জ্ঞান ধারণা নেই সেই সব রোগীকে সুপরামর্শের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার পরামর্শ দিয়ে থাকেন। এজন্য তারা কোন প্রকার ফি বা ভিজিট গ্রহণ করেন না। দিনের বেলার কথা ভিন্ন, গভীর রাতে যদি কোন রোগীর পেট ব্যাথা, ডায়রিয়া, শ্বাস কষ্ঠ বা অন্যকোন সমস্যা দেখা দেয় তখন মানুষ ছুটে যায় গ্রামে ডাক্তারের বাড়িতে। সামান্য ঔষধে তারা মুক্তি পায় একটি বড় বিপদ থেকে আর না হয় প্রাথমিক সেবা নিয়ে একটু উপসম হলে সকাল বেলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায়। গ্রাম ডাক্তারদের মাধ্যমে মানুষ এমনি ভাবে উপকৃত হয়। আর,এম,পি তালিকা ভূক্ত গ্রাম ডাক্তারা ভুয়া নয়, তাদের যথেষ্ঠ অভিজ্ঞতা আছে। বিভিন্ন সময় রিপ্রেসাস ট্রেনিং-এর মাধ্যমে সাধারণ রোগ ব্যাধি ও ওষুধ পত্র সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়। এতকিছুর পরও আজ গ্রাম ডাক্তারদের সরকারি - বেসরকারি ভাবে নানা প্রতিবন্ধকতা ও প্রতিকূল অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। গত ২২জুন যশোরের হোটেল চাইপাই এর হল রুমে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি আঃ মান্নান বিশ্বাস ও সাধারণ সম্পাদক এস,এম জাকারিয়া সহ নব নির্বাচিত জেলা কমিটির শপথ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আয়োজনে এই শপথ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু ইউসুফ খান (বাদল), বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম,এ গফুর। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য কে,এম মাসুদ পারভেজ। বক্তারা বলেন গ্রাম ডাক্তারা একপ্রকার বিনা বেতনে একজন স্বাস্থ্য কর্মীর ভূমিকা পালন করে চলেছে। ইতোমধ্যে গ্রাম ডাক্তারদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য সাংগঠনিক ভাবে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের সেবা দানের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা ও সমস্যা গুলো চিহিন্নিত করে সেগুলো থেকে উত্তরণে সরকারের স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সাথে আলোচনা করার কথা ব্যক্ত করেন।