খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার ত্রিশমাইল নামক স্থানে এ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই জন মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো সাতক্ষীরা সদরের উত্তর কাটিয়ার আবুল বাশারের ছেলে এসএম কামরুল ইসলাম এবং দক্ষিণ কাটিয়ার ইন্তাজ আলী ছেলে নান্নু মিয়া । নিহতরা দু’জনই সাতক্ষীরা স্টার কেবল্স এ কাজ করতেন। গতকাল মঙ্গলবার (২৫ জুন) বেলা আড়াই টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এ্যাম্বুলেন্স চালক হযরত আলী বিশ্বাস গুরুতর আহত হয়েছে। সে তালা উপজেলার ভায়ড়া গ্রামের এলাহি বকস্ বিশ্বাসের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তালা সার্জিক্যাল ক্লিনিকের একটি এ্যাম্বুলেন্স মঙ্গলবার বেলা আড়াই টার দিকে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দুইজন মটর সাইকেল আরোহী সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে তালা উপজেলার ত্রিশমাইল নামক স্থানে মুখোমুখী সংঘর্ষে দুইজন মটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় এলাকাবাসী আহত এ্যাম্বুলেন্স চালক হযরত আলীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
পাটকেলঘাটা থানার এস আই শাহাদাতুল আলম ঘটনাস্থল থেকে জানান, লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করার হবে। দুর্ঘটনায় কবলিত এ্যাম্বুলেন্স ও মটর সাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।
পাটকেলঘাটা থানার কর্মকর্তা ইনচার্জ ( ওসি ) রেজাউল ইসলাম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।