বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আলোকিত মুলাদী। গতকাল মঙ্গলবার আলোকিত মুলাদীর কার্যালয়ে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা শুরুর পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলোকিত মুলাদীর উপজেলা আহ্বায়ক মোঃ দিদারুল আহসান খান। এতে প্রধান অতিথি ছিলেন আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা আলহাজ¦ মোঃ মিজানুর রহমান হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিশু বিশেষজ্ঞ আলহাজ¦ প্রফেসর ডা. সৈয়দ জাহিদ হোসেন, আলোকিত মুলাদীর বরিশাল শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান কনক। এ সময় উপস্থিত ছিলেন আলোকিত মুলাদীর কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার, আলোকিত মুলাদীর উপজেলা যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন খান কাজল, উপজেলা সদস্য সচিব মহিউদ্দীন জুয়েল হাওলাদারসহ আলোকিত মুলাদীর সদস্যবৃন্দ। মেডিকেল ক্যাম্পে শিশু বিশেষজ্ঞ আলহাজ¦ প্রফেসর ডা. সৈয়দ জাহিদ হোসেন, ডা. নিজাম উদ্দীন, ডা. অনিক, ডা. তানভীর হোসেন চিকিৎসা সেবা প্রদান করেন এবং বরিশাল কমফোর্ট ডায়াগনষ্টিক ল্যাব বিনামূল্যে ইসিজি ও বিভিন্ন ধরণের রক্ত পরীক্ষা করে রির্পোট প্রদান করা হয়। আগামি দিনে আলোকিত মুলাদীর আয়োজনে মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে বলে জানিয়েছেন আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা মো. মিজানুর রহমান হাওলাদার।