নওগাঁর পত্নীতলায় মঙ্গলবার বেলা ১১.০০টায় উপজেলা সভাকক্ষে বেসরকারি সংগঠন ব্রতী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সরকারি কর্মকর্তাদের নিয়ে এক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়নাধীন ডিএমপিআরএমসি প্রকল্পের অংশ হিসাবে ব্রতী এই সভার আয়োজন করে। সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও গণগবেষক দলের প্রায় ৫০জন অংশগ্রহণ করেন।
ব্রতীর প্রকল্প সমন্বয়কারী বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পত্নীতলালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতান আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, বিএসডিও কর্মসূচি সমন্বয়কারী আতাউর রহমান প্রমুখ। মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন ইউনিয়ন হতে আগত গণগবেষক দলের সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তা সমাধানের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।