নওগাঁর পত্নীতলায় মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলা পরিষদ সভাকক্ষে যুব উন্নয়নের প্রশিক্ষিত ৯জন নারী-পুরুষের মাঝে ৫লাখ ৪০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। পতœীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের হাতে ঋণের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুলতান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, বিএসডিও কর্মসূচি সমন্বয়কারী ও সাংবাদিক আতাউর রহমান প্রমুখ। দেশী মুরগী পালন, গাভী পালন, মৎস্য চাষের উপর প্রশিক্ষপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে বলে উপজেলা যুব উন্নয়ন অফিস সূত্রে জানা গেছে।