দিনাজপুরের খানসামায় ইটভাটার আগুনে ক্ষতিগ্রস্ত ১১৯ জন কৃষক, ১জন মুরগীর খামারী ও ১জন লিচু বাগান মালিকের মাঝে ১১ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে খানসামা উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের হস্তক্ষেপে ইটভাটা মালিকদের কাছ থেকে ক্ষতিপূরন নিয়ে তা ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল ইসলাম।
এসময় আরো খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফজাল হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আলতাব হোসেন, কর্মকর্তা ইনচার্জ আ:মতিন প্রধান, ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড.শামসুর রহমান পারভেজ ও সাংবাদিকবৃন্দসহ সুধীসমাজ উপস্থিত ছিলেন।
উলে¬খ্য যে, গত ১ মে উপজেলার কুমড়িয়া গ্রামে এইচ এস এইচ এবং টু-স্টার নামের দুটি ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকের ধান, মুরগীর খামার ও লিচুর বাগানন পুড়ে যায়। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসমিন আক্তারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেন। এরপর তদন্ত কমিটির রিপোর্টে ক্ষতির কারণ এবং ক্ষতির পরিমাণ অনুযায়ী ভাঁটা মালিকদের কাছ থেকে ১১ লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায় করে তা ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করেন।