র্যাব-১৩, রংপুর এর আভিযানিক দল ২৪ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন সোনাইগাজী গ্রামস্থ জনৈক মোঃ শহিদুল (৪০), এর বাড়ীর পূর্ব দিকে ফুলবাড়ী গামী হাইওয়ে মহাসড়কের উপর থেকে ৪২৭(চারশত সাতাশ) পিছ ইয়াবা ট্যাবলেটসহ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন কবির মামুদ গ্রামেরমোঃ আবদুস ছাত্তারের ছেলে মোঃ আশরাফুল হক (২৭),কে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ৪২৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয়েছে। র্যাব -১৩ রংপুরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য তথা ইয়াবা ট্যাবলেট বিক্রয় করত বলে জানায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।