রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আসিব আহসান গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইরেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ্ই মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক আসিব আহসান এ সময় বলেন বর্তমান সরকার ইতিহাস ও ঐতিহ্যের রংপুরে দারিদ্র বিমোচন, কর্মসংস্থান ও সুষম উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। কৃষি নির্ভর পিছিয়ে পড়া রংপুরের আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক কার্যক্রম গ্রহন করেছে এ লক্ষ্যে সরকার নদী ভাঙ্গন রোধ, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, বিসিকের দ্বিতীয় শিল্প নগরী, আইটি পার্ক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং করিগরি শিক্ষার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানে জোর দিয়েছে। তিনি বলেন, আগামি দিনে রংপুর জেলা যাতে আর পিছিয়ে না থাকে সে জন্য বহুমুখি পরিকল্পনা গ্রহন করা হয়েছে। বিদ্যমান সমস্যা সমূহ নিরসনে সবার সাথে আলোচনা করে এসবের যত শিগগির সম্ভব সমাধান করা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবির, স্থানীয় সরকারের উপপরিচালক ফরহাদ হোসেন সহ সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন।