ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া সড়কের দুলাল সরদারের বাড়ির সামনে ব্রিজের কাছে জাতীয় কৃষকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রিয় সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কূল ময়েজকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে প্রায় ৫ লক্ষ টাকা। সিদ্দিকুর রহমান কূল ময়েজের স্ত্রী বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক বেলি বেগম বাদি হয়ে ঈশ^রদী থানায় একটি মামলা দায়ের করেছেন। ঈশ^রদী থানায় মামলা নং-৫০।
বেলি বেগম বলেন, আওতাপাড়া সড়কের দুলাল সরদারের বাড়ির সামনে ব্রিজের কাছে পৌছামাত্র পূর্ব শক্রুতার জেরধরে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা জিআই পাইপ দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী পিটিয়ে জখম করে চার লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঈশ^রদী থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করার পর ঈশ^রদী থানা পুলিশ একজনকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেছেন। ময়েজ বর্তমানে ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধিন রয়েছে।
ঈশ্বরদী থানার অফিসারর ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রিয় সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কূল ময়েজ হামলার স্বীকার হয়েছেন। এ ঘটনায় ঈশ^রদী থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঈশ^রদী থানায় মামলা নং-৫০। ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠিয়েছি। অন্যান্যের গ্রেফতারের জন্য মাঠে পুলিশ কাজ করছে।