কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের উত্তর কারপাশা গ্রামে নিহত শামসু মিয়ার পরিবার থানায় বিচার না পেয়ে আবশেষে কোর্টে হত্যা মামলা দায়ের কারণ। শামসু হত্যা মামলায় আসামীনা হলেন অটো বাইকের চালক সালকারুন মিয়া, মামুন মিয়া, নুর হোসেন মিয়া, কটু মিয়া ও ইয়াসিন মিয়ার নাম উল্লেখ করে নিহত শামসুর ছেলে জাহাঙ্গীর আলম বাদী হলে কিশোরগঞ্জ কোর্ট গত ২৯ মে অটো চালক সালকারুন মিয়া কিশোরগঞ্জ যাওয়ার পথে আঃ হামিদ আঞ্চলিক সড়কের মির্জাপুর এলাকার রাস্তার মধ্যে পাথর ব্যবসায়ী শামসু মিয়া বাড়িতে যাওয়ার পথে অটো বাইক ধাক্কার দিলে গুরুতর আহত হন। সামসু মিয়াকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঐ দিন রাতে ২৯ মে কর্তব্যরত চিকিৎসক শামসু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ২ দিন চিকিৎসাধীন থাকার পর শামসু মিয়া ১ জুন রাতে মৃত্যুকোলে ঢলে পড়েন। নিহত শামসু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, তার বাবা শামসু মিয়াকে অটো বাইক সালকারুন মিয়া পূর্ব শত্রুতার জের হিসাবে হত্যা করেছে। নিকলী থানার ইনচার্জ নাছির উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এটি হত্যা নয়, এটি একটি দুর্ঘটনা। এ ব্যাপারে নিকলী থানায় ২৮ দিন আগে অপমৃত্যু মামলা রজু হয়।