রাজশাহীর বাঘায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী কৃষকদের নিয় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বাঘা উপজেলা অডিটোরিয়ামে দেড় শতাধিক কৃষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু। উপস্থিত ছিলেন জেলা পাট কর্মকর্তা অজিত কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান, রফিকুল ইসলাম, গড়গড়ি ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম সমাধারণ সম্পাদক আমানুল হক আমান, দপ্তর সম্পাদক লালন উদ্দিন।
আয়োজি পশিক্ষণ কর্মশালায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পাট ও পাট বীজ উৎপাদন এবং সংরক্ষনে কৃষকদের নানা বিধ পরামর্শ মূলক বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।