গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া-মহিমাগঞ্জ সড়কে একই স্থানে বার বার ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পথচারিদের হাত-পা বেঁধে রেখে সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে। সর্বশেষ গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে আবারও সড়কটির অনন্তপুর মৌজায় ডাকাতির ঘটনা ঘটে। এনিয়ে গত দুইমাসে একই সড়কে তিনটি ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে যানবাহন যাত্রী সহ চালকরা।
এলাকাবাসী জানায়, শনিবার রাতে বোনারপাড়া-মহিমাগঞ্জ সড়কের অনন্তপুর মৌজার বাঁকা মোড়ে ডাকাতরা পূর্ব থেকেই অবস্থান নেয়। এ সময় ডাকাতরা ঐ সড়কে চলাচলকারী মোটর সাইকেল, অটোভ্যান, সিএনজি আরোহীদের পথরোধ করে তাদেরকে বেঁধে রেখে ডাকাতি শুরু করে। প্রায় এক ঘন্টা যাবৎ ডাকাতেরা পথ যাত্রীদের আটকিয়ে অস্ত্রের মুখে নগদ অর্থ, মোবাইল ফোন ও মহিলা যাত্রীদের নিকট থেকে স্বর্ণালঙ্কার লুট করে নেয়। ডাকাতদের খপ্পড়ে পড়া কচুয়া গ্রামের মোজাম্মেল হক জানান, ওই পথ দিয়ে মোটর সাইকেল যোগে বাড়ী যাওয়ার সময় ডাকাতের খপ্পরে পড়েন। তিনি জানান, তাদের চোখের সামনে ডাকাত দল সিএনজি যোগে আসা মহিলা যাত্রীদের শরীর হাতিয়ে স্বর্ণালঙ্কার লুট করে নেয়। ওই গ্রামের টিন ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন জানান, কৌশলে ডাকাতদের কাছ থেকে পালিয়ে এসে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলে ওই সময় মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। একই সড়কের একই স্থানে গেল ঈদের আগে ১ জুন রাত ১২ টার পর ঁআকা-বাঁকা মোড়ে ডাকাতরা পূর্ব থেকেই একটি পিকআপ নিয়ে অবস্থান নেয়। এ সময় ডাকাতরা অটোভ্যান, সিএনজি, মোটর সাইকেল আরোহীদের পথরোধ করে তাদেরকে বেঁধে ডাকাতি শুরু করে। প্রায় দেড় ঘন্টা যাবৎ ডাকাতেরা পথ যাত্রীদের আটকিয়ে অস্ত্রের মুখে নগদ অর্থ, মোবাইল ফোন ও মহিলা যাত্রীদের নিকট থেকে স্বর্ণালঙ্কার লুট করে নেয়। ওইদিন ডাকাতদের খপ্পড়ে পড়া কচুয়া ইউপি সদস্য হাবিবুর রহমান ও শাহজাহান আলী জানান, তারা ওই পথ দিয়ে মোটর সাইকেল যোগে বাড়ী যাওয়ার সময় দূর থেকে পিকআপটি দেখতে পায়। কিন্তু তারা এটি পুলিশের গাড়ী ভেবে এগিয়ে গেলে ডাকাতরা তাদেরকে গাছে বেধে রেখে মোবাইল ফোন ও নগদ টাকা নেয়। তাদের চোখের সামনে ডাকাত দল সিএনজি যোগে আসা মহিলা যাত্রীদের শরীর হাতিয়ে স্বর্ণালঙ্কার সহ টাকা লুট করে নিয়ে গাছের সাথে বেঁধে রাখে। বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে এসে বেঁধে রাখা সকল যাত্রীদের উন্মুক্ত করে দেয়। একই স্থানে গত ২৬ এপ্রিল, ১ জুন ও সর্বশেষ ২৩ জুন ডাকাতির ঘটনা ঘটল। কচুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, রাস্তার গাছ গুলো কেটে ফেলার ব্যবস্থা নেওয়া হচ্ছে। জরালো ভাবে প্রশাসনকে অবহিত করা হয়েছে। দিনদিন এলাকাবাসীর ক্ষোভ বাড়ছে। বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান জানান, পুলিশের টহল বৃদ্ধি করা সহ সন্দেহ ভাজনদের গ্রেফতারের চেষ্টা চলছে।