রাজশাহীর বাঘায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মক্কা চক্ষু হাসপাতালের আয়োজনে ও দিঘা অনুশীলন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় গতকাল মঙ্গলবার দিঘা উচ্চবিদ্যালয় ও কলেজে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মুজিবুর রহমান, দিঘা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহরুল ইসলাম, অনুশীলনের পরিচালক গোলাম তোফাজ্জল কবীর মিলন, চিকিৎসক সাদেকুল ইসলাম, চক্ষু ক্যাম্পের অর্গানাইজার ফজলুর রহমান, মামুনুর রশিদ, আল আমিন প্রমুখ। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা ও ছানিসহ ১২ জন রোগিকে অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।