ফরিদপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত “তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডার সহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের কার্যক্রম অংশীজনদের অবহিতকরণ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে শহরের জেলা পরিষদের হল রুমে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সনৎ কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রশিদ।
সেমিনারে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শিলা রাণী মন্ডল, বিসিসি’র পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোহাম্মদ এনামুল কবির, মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
সেমিনারে প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।