আষাঢ়েও বৃষ্টি নেই। পানির অভাবে চাটমোহরসহ আশপাশের উপজেলার বোনা আমন ধানের গাছ শুকিয়ে যাচ্ছে। বাড়ছে পাট। আমন ধানের গাছ বাঁচাতে অনেক কৃষক সেচ দিচ্ছেন। এতে করে বেড়ে যাচ্ছে ধানের উৎপাদন ব্যয়। ধানের পাশাপাশি পাটের আবাদ নিয়ে এখন শংকিত কৃষক।
চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলায় এবার ৯ হাজার ৫৫০ হেক্টও জমিতে বোনা আমন ধানের আবাদ হয়েছে। এ ছাড়া ১ হাজার ৮৬০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ করা হবে। বৃষ্টি না হওয়ায় পানির অভাবে আমনের চারা বেড়ে উঠতে পারছে না। রোদে পুড়ে লালচে হয়ে যাচ্ছে ধান গাছ। বৃষ্টি না হলে ধানের ক্ষতি হবে বলে জানালেন চাষীরা। চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের কৃষক লুৎফর রহমান,উত্তর সেনগ্রামের আকতার হোসেন,ছাইকোলার আঃ গণি সহ অন্যরা জানালেন,অনাবৃষ্টির কারণে ক্ষেতে পানি নেই। আমন ধানের চারা গজিয়ে উঠলেও পানির অভাবে ধানের গাছ ঝিমিয়ে পড়েছে। বাধ্য হয়ে সেচ দিতে হচ্ছে,বাড়ছে খরচ। তারা জানালেন পানির সাথে আমন ধানের গাছ বাড়দে থাকে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে ধানের ফলন হবে না। একই অবস্থা পাটের ক্ষেত্রেও। পানির অভাবে পাট গাছ বাড়ছে না। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,৭ হাজার ২৭৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এ ছাড়া আউশের আবাদ হয়েছে ২ হাজার ১৮০ হেক্টর জমিতে। কৃষক জানান,চাটমোহরসহ চলনবিল অঞ্চলে এখনও পানির দেখা নেই। নেই বৃষ্টি। আষাঢ় মাসে যে বিলে পানি থাকে ভরপুর,এবার সেই বিলে চড়ছে গরু-মহিষ। কৃষিতে পড়েছে বিরুপ প্রভাব। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান রশীদ হোসাইনী বলেন,‘বছরের এ সময়টায় চলনবিল পানিতে পরিপূর্ণ থাকে। কৃষক সেচ না দিয়েই আমন আবাদ করেন। পাটও বাড়তে থাকে। ধান ও পাটের উৎপাদন বাড়ে। এবার এর উল্টো চিত্র। চলনবিলে পানি নেই। কৃষির উপর বিরুপ প্রভাব পড়েছে।’