নওগাঁর রাণীনগরে ইসলামি ব্যাংক আবাদপুকুর এজেন্ট শাখায় আগুন লেগে আড়াই লক্ষাধীক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
ওই ব্যাংকের এজেন্ট ফিরোজ হোসেন জানান, সকাল অনুমান সোয়া ৮টা নাগাদ ভবনের ভিতরে আগুন দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে স্থানীয় লোকজন আগুন নিভানো শুরু করে। তার পরেও ব্যাংকের ভিতরে কম্পিউটার,এসি,চেয়ার টেবিল,সিসি ক্যামেরাসহ ২ লক্ষ ৬০ হাজার টাকার বিভিন্ন মালামাল ভস্মিভূত হয়। তবে অফিসের গুরুত্বপূর্ণ কোন নতি ভস্মিভূত হয়নি জানিয়েছেন তিনি। রুমে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন ধরতে পারে বলে জানিয়েছেন তিনি।
এব্যাপারে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে একজন অফিসারকে পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোন অভিযোগ করা হয়নি।