নওগাঁর রাণীনগরে ৭ম শ্রেনীর এক স্কুল পড়-য়া ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থানাপুলিশ গতকাল মঙ্গলবার ভিকটিম স্কুলছাত্রীর মেডিক্যাল চেকআপ সম্পন্ন করেছে। এঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে।
থানাপুলিশ সুত্রে জানাগেছে,উপজেলার হরিশপুর গ্রামের আজিজার রহমানের ছেলে মোহন আলী (২৩) প্রত্যন্তঞ্চলের জনৈক ব্যাক্তির স্কুল পড়-য়া ৭ম শ্রেনীর ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেই সুবাদে বিয়ের প্রলোভন দিয়ে গত ৭জুন বিকেলে মেয়েকে নিয়ে বাড়ী থেকে চলে যায়। এরপর তাকে বেশ কয়েক বার ধর্ষন করে ঘটনার দু’দিন পর বিয়ে না করেই বাড়ীতে রেখে যায়। এ ঘটনায় মেয়ের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্ত অন্তে সোমবার রাতে মোহনসহ আরো ৫/৬ জনকে আসামি করে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর গতকাল মঙ্গলবার স্কুল ছাত্রীর মেডিক্যাল চেকআপ সম্পন্ন করা হয়েছে বলে মামলার দন্ত কর্মকর্তা বলেছেন।
এব্যাপারে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন,বিয়ের প্রলোভে স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে মূল আসামি মোহনসহ সবাই পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আসামি গ্রেফতারে জোর চেষ্টা চলছে।