বাংলাদেশের সর্বকনিষ্ঠ ও মাত্র একবছরের ব্যবধানে নিজের কর্মগুনে সর্বশ্রেষ্ঠ সিটি মেয়র নির্বাচিত হয়ে আবারও রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। যুবলীগ নেতা থেকে অভিষিক্ত সাদিক আব্দুল্লাহ বরিশালের রাজনীতিতে উত্থান পর্বেই আলোচনার ঝড় তুলেছিলেন। তবে রাজনীতিতে তার চলার পথ শুরুতে ততটা মসৃণ ছিলোনা।
সূত্রমতে, মহানগরের রাজনীতি নিয়ে নেতৃত্ব প্রতিদ্বন্ধীতায় তার চলার পথ একসময় কঠিন হয়ে উঠেছিলো। সেসময় বরিশাল নগরীতে আওয়ামী লীগের হ-য-ব-র-ল অবস্থার মধ্যে দলের হাল ধরে নেতাকর্মীদের সংগঠিত করে নিজের দূরদর্শিতা ও প্রতিভার গুণে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নিজেকে নিয়ে যান বহু দূর। একপর্যায়ে বরিশাল মহানগর আওয়ামী লীগের রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান, সেখান থেকে মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন লাভ সবই ছিল তার প্রাপ্য। বেশকিছু গুণাবলীতে কোন বিতর্ক তাকে পিছু টেনে ধরতে পারেনি। ফলশ্রুতিতে মেয়র হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার গত এক বছরে একটি বেসরকারী সংস্থার জনমত জরিপে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হয়েছেন। নিজস্ব ব্যক্তিত্ব সক্রিয়তা ও জনপ্রিয়তা সর্বপরি উন্নয়ন কর্মকা-ে ব্যতিক্রমী ভূমিকা রাখায় তার এই স্বীকৃতি অর্জন হয়েছে। কারণ মেয়র নির্বাচিত হওয়ার পর পরই পাল্টে যায় তার গতি প্রকৃতি। দলীয় রাজনীতির থেকেও অতিকাতর মনোনিবেশ করেন সিটি কর্পোরেশনের উন্নয়নে নতুন মাত্রা যুক্ত করতে। যার প্রথম পদক্ষেপ ছিল নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কাজের স্বচ্ছতা পুনরুদ্ধারে দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান। অল্পদিনেই নগর ভবনকে তিনি ঢেলে সাজাতে সক্ষম হয়েছেন। দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের শাস্তিস্বরূপ দাপ্তরিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিভিন্নখাতে অনিয়মের ঘোড়ার লাগাম টেনে ধরেন। যুক্ত করেন নগর ভবনের পরিবহন ও যান্ত্রিক মেশিনারীর আধুনিকিরণ করার।
যে কারণে প্রথমেই তার হাতের ছোঁয়ায় নগর ভবন রূপ পায় আধুনিকতার। একের পর এক নিত্য নতুন প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেন মেয়র সাদিক আব্দুল্লাহ। শুরু হয় বাস্তবায়ন প্রক্রিয়া। সড়ক থেকে শুরু করে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন বা অবকাঠামো পরিবতর্নের উদ্যোগ প্রসংশিত হয় সর্বমহলে। ওয়ার্ড কাউন্সিলরদের সর্বপ্রকার ঠিকাদারী কাজ থেকে বিরত রাখতে সক্ষম হওয়াকে আরও একটি সাহসী পদক্ষেপ বলে মনে করছেন সচেতন নগরবাসী। একইসাথে স্থানীয় দলীয় রাজনীতিতে বিভাজনের পথ মুছে দিতে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ভূমিকাও উল্লেখযোগ্য।
রাজনীতিতে নেতৃত্বের স্বচ্ছতার পাশাপাশি নগর উন্নয়ন পদক্ষেপে মেয়র সাদিক আব্দুল্লাহ হয়ে ওঠেন এক আইকন। যাকে মডেল বলেও সম্মর্ধন করেন নগরবাসী। কারও কারও মতে, মেয়র সাদিক আব্দুল্লাহ বরিশাল নগর উন্নয়নে অগ্রসর হতে সহায়ক হয়েছে নগর ভবনকে দলীয়মুক্ত রাখতে সক্ষম হওয়ায়। যার বড় প্রমাণ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দলীয় লোকদের দূরত্বে রাখা। ওয়ার্ড কাউন্সিলরদের প্রভাব না থাকায় কাজে এসেছে স্বচ্ছতা। সর্বপরি সিটি কর্পোরেশনের আর্থিক দৈন্যতা দূরকরণে বেশ কয়েকটি ইতিবাচক পদক্ষেপ বাস্তবায়নে যে দূরদর্শিতার পরিচয় দিয়েছে তাতে সর্বমহলেরই প্রশংসা কুড়িয়েছেন সাদিক আব্দুল্লাহ।
বিশেষ করে কর আদায়ে কৌঁসুলি এক পদক্ষেপ হচ্ছে নির্মাণাধীন নতুন ভবনের ট্যাক্স বৃদ্ধি এবং তা আদায়ে নিজের পৈত্রিক বসতবাড়ির বাৎসরিক কর ষোলগুণ বৃদ্ধি করে পিলে চমকে দিয়েছেন। তার এই সিদ্ধান্তের বা উদ্যোগের মূলে রয়েছে অন্যান্যের কর দিতে উৎসাহিত করা। তবে অতীত ইতিহাস বলে কর প্রদানে নগরবাসীকে উৎসাহিত করতে নিজের বাড়ির ট্যাক্স বৃদ্ধিতে এই প্রথম কোন মেয়র ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন।
নগরভবন সূত্রে জানা গেছে, মেয়র সাদিক আব্দুল্লাহ নগরীর বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে অনানুষ্ঠানিকভাবে আর্থিক অনুদান দিয়েছেন। কিন্তু তা প্রকাশ করেননি। প্রায় শতাধিক মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করতে সরবরাহ করেছেন এসি। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নিজ কৌশলে ধর্মীয় উপাসনালয়ের জন্য এসি বরাদ্দ নিয়ে আসতে সক্ষম হয়েছেন মেয়র সাদিক আব্দুল্লাহ। একজন তরুণ মেয়র হিসেবে তার উন্নয়ন পরিকল্পনায় যে আধুনিকতার ছাপ ফুঁটে উঠেছে তা যেন সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের উন্নয়ন ধারাবাহিকতাকেও ছাড়িয়ে যাচ্ছে।
ইতোমধ্যে আরও বেশকিছু মেগা প্রকল্প হাতে নিয়েছেন বলেও জানা গেছে। বেওয়ারিশ কুকুর নিধন নিষিদ্ধ হওয়ায় তা একটিস্থানে আটকে রাখতে নতুন একটি প্রকল্প বাস্তবায়নে পথে। ওই প্রকল্পের মাধ্যমে কুকুরের উৎপাত থেকে নগরবাসীকে মুক্তি, আবার সেই প্রকল্প থেকে আয়ের উৎস বের করার এক চমকীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অপরদিকে নগর উন্নয়ন অন্যদিকে মহানগর আওয়ামী লীগের অন্যতম নেতা হিসেবে ওয়ার্ড ভিত্তিক সংগঠনের কাঠামো সুদৃঢ় করতে এগিয়ে চলছেন তরুণ নেতা ও সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ। সবকিছু মিলিয়ে বর্তমানে দলীয় নেতা ও নগরপিতা হিসেবে সাদিক আব্দুল্লাহ একটি চ্যালেঞ্জিং পজিশন তৈরি করেছেন।
আওয়ামী লীগের ৭০ বছর প্রতিষ্ঠার এই সময়কালে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এখন বরিশালের রাজনীতিতে অপ্রতিদ্বন্ধী নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। যে কারণে সাদিক আব্দুল্লাহ বরিশালের রাজনীতিতে ঘুরেফিরে সর্বমহলের আলোচনায় রয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া শিশু সাদিক আব্দুল্লাহ এখন পরিণত রাজনীতিবিদ। আবার উন্নয়নের আইকন। সবই সম্ভব হয়েছে নিজস্ব স্বক্রিয়তা এবং সাংগঠনিক দূরদর্র্শিতায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন জামাতা সাবেক মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাতের জেষ্ঠ পুত্র মন্ত্রী পদমর্যাদায় থাকা আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র বড়পুত্র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ জনকণ্ঠকে বলেন, ফুপুর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দেশের উন্নয়নের চলমান গতিধারা বাস্তবায়নে প্রয়োজনে নিজের জীবন উৎস্বর্গ করে দেবো। পাশাপাশি দলের নেতাকর্মী ও সমর্থকদের রাজনৈতিক মাঠে আরও চাঙ্গা করে তোলাই হচ্ছে আমার মূললক্ষ্য।