জেলা পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় সরকার নির্ধারিত একশ’ টাকা চালান ফি’র অতিরিক্ত কোন অর্থ ব্যয় না করার পরামর্শ দিয়েছেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম।
পুলিশ সুপার জনকণ্ঠকে বলেন, একশ’ টাকার বাহিরে স্ট্যাম্পের জন্য আরও যে তিন টাকা প্রয়োজন তাও কাউকে দিতে হবেনা। কারণ খুচরো এ টাকা কারও কাছে না থাকলে পাঁচ বা ১০টাকা দিতে হতে পারে। তাই ওই তিন টাকাও সকল আবেদনকারীর হয়ে আমি দিয়ে দিবো। সাইফুল ইসলাম আরও বলেন, জেলায় গতবারের ঘাটতি আটটিসহ এবারে ৪৫ পদে কনস্টেবল রিক্রুট করা হবে। যারমধ্যে মুক্তিযোদ্ধা নারীসহ সকল কোঠাই রয়েছে। আর্থিক বা অন্য কোন অনৈতিক লেনদেনের মাধ্যমে কনস্টেবল নিয়োগের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়। কতিপয় ব্যক্তি নিজেরে স্বার্থ হাসিলের জন্য মানুষের কাছ থেকে চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে। গতবার তিনজনকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় এনেছি। এবারেও এরকম কোন তথ্য থাকলে আমাদের দিয়ে সহায়তা করবেন।
পুলিশ সুপার বলেন, যে গরীব ছেলে বা মেয়ে টাকা নিয়ে চাকরির পেছনে ছুটছেন। তাকে হয়তো বাবার জমি, নয়তো মা বোনের স্বর্ণ বেচা টাকা নিয়ে আসতে হচ্ছে। একটি চাকরির জন্য কেউ নিঃস্ব হোক সেটা আমরা চাইনা। কোন প্রকার প্রতারক, টাউট, দালাল চক্র অথবা অসাধু সরকারী কর্মকর্তা-কর্মচারীর প্রলোভনের ফাঁদে পা দিয়ে কোন প্রকার লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তিনি বলেন আগামি ১ জুলাই সকাল আটটায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বরিশাল জেলা পুলিশ লাইনস মাঠে উপস্থিত থাকবেন প্রার্থীরা। ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে কোন প্রার্থী মাঠে প্রবেশ করবেন না।