সুন্দরবনে মাছ শিকারে যেয়ে বনদস্যুদের হাতে অপহরণের শিকার আবদুল মান্নান গত ১৫ দিনেও বাড়িতে ফেরেনি। একইভাবে ২০ দিন আগে অপহরনের শিকার জেলে সুজন মুন্ডাও ফিরে আসেনি পরিবারের কাছে। এতদিন পরেও তাদের বাড়িতে না ফেরার ঘটনায় পরিবারগুলোতে চরম উদ্বেগ উৎকন্ঠায় রয়েছে।
যদিও আবদুল মান্নানের মুক্তিপন বাবদ দাবিকৃত আড়াই লাখ টাকা পরিশোধ নিয়ে জিম্মি জেলের ভাই আবদুল মাজেদসহ পরিবারের কেউ কোন তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন। একইসাথে ভাইয়ের জীবন বাঁচাতে বার বার অনুরোধ করেন তার ভাইয়ের অপহরণ হওয়া নিয়ে কোন সংবাদ প্রকাশ না করতে। তবে সুজন মুন্ডার ছেলে নবম শ্রেনীর ছাত্র শিব মুন্ডা জানিয়েছে চরম দারিদ্রতার কারণে তারা কোন টাকা পাঠাতে পারেনি পিতার মুক্তির জন্য।
আব্দুল মান্নান পাতাখালীর চন্ডিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং সুজন মুন্ডা ওরফে ভাগ্য কালিঞ্চি গ্রামের দৈব মন্ডলের ছেলে। তারা যথাক্রমে আবদুর রশিদ এবং আনছার আলীর নৌকার শ্রমিক হিসেবে সুন্দরবনে মাছ শিকারে যেয়ে গত ৩ ও ৮ জুন অপহরনের শিকার হয়।
উল্লেখ্য গত ৮ জুন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এর ইলশেমারী খাল থেকে ছয় লাখ টাকা মুক্তিপনের দাবিতে আবদুল মান্নান (৩২) কে জিম্মি করে একদল বনদস্যু। এ সময় তারা নিজেদের জোনাব বাহিনীর সদস্য পরিচয় দেয় এবং মাছ শিকারের যাওয়া নৌকায় থাকা সোহরাব, আক্তারুল ও আবদুল মান্নানের মধ্য হতে মান্নানকে জিম্মি করে নিয়ে যায়।
একইভাবে সুন্দরবনের হোগলডাঙা এলাকা থেকে গত ৩ জুন কালিঞ্চি গ্রামের আনছার আলীর নৌকা থেকে আনছারসহ সুজন মুন্ডাকে অপহরণ করে জোনাব বাহিনীর সদস্য পরিচয় দানকারী বনদস্যুরা। পাঁচ দিন পর বনদস্যু দলটি আবদুল মান্নানকে তুলে নিয়ে ঐ নৌকায় থাকা বাকি সদস্যদের সাথে আনছারকে লোকালয়ে ফেরত পাঠায় মুক্তিপনের টাকা সংগ্রহের জন্য।
অপহরণের পর থেকে বনদস্যু দলটির পক্ষ থেকে আবদুল মান্নানের পরিবারের সাথে ০১৮২৭৮৩৮৩৬৫ নম্বরের মুটোফোন থেকে যোগাযোগ করে তিন দিনের মধ্যে ছয় লাখ টাকা দাবি করে। পরবর্তীতে অনেক দেন দরবার শেষে বনদস্যুরা আড়াই লাখ টাকার বিনিময়ে আবদুল মান্নানকে মুক্তি দিতে সম্মত হয় গত ১৮ জুন।
এদিকে শুরু থেকে বনদস্যু দলটি সুজন মুন্ডার মুক্তিপনের জন্য দাবিকৃত দুই লাখ টাকার দাবিতে অনড় থাকে।
প্রায় ১৭ দিন পর আবদুল মান্নান ফেরেনি জানিয়ে মঙ্গলবার সকালে ক্রন্দনরত কন্ঠে তার ভাই আবদুল মাজেদ বলেন, ভাই বেঁচে আছে নাকি নির্ধারিত সময়ে টাকা না পাওয়ায় তাকে মেরে ফেলা হয়েছে তা নিয়ে গোটা পরিবারে উৎকণ্ঠা ভর করেছে। তবে মুক্তিপনের টাকা পাঠানো হয়েছে কিনা - এমন প্রশ্নের উত্তর দিতে অপারগতার কথা জানান।
অপহরনের শিকার সুজনের ছেলে শিব জানান মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে তার ফোনে যোগাযোগ করে দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত বিকাশ নম্বরে টাকা না পাঠালে তার পিতাকে গলা কেটে হত্যা করে নদীতে ফেলে দেয়ার হুমকি দিয়েছে বনদস্যুরা।
এদিকে ৩ জন হোগলডাঙা থেকে জোনাব বাহিনীর হাতে অপহরনের শিকার আনছার আলী জানিয়েছে বিজিবি এবং বিএসএফ যৌথ অভিযানে তৎপর হলে তার সহকর্মী সুজন ও মান্নানসহ একই বাহিনীর হাতে জিম্মি আরও অসংখ্যা জেলে উদ্ধার হতে পারে। বনদস্যু দলটি বাংলাদেশের দাড়গাং ও ভারতের উত্তরচোরা বা সিনখালী নদীর মধ্যবর্তী স্থানে অবস্থান করছে বলে তিনি নিশ্চিত হয়েছেন। অপহরনের শিকার জেলেদের দ্রুত সময়ের মধ্যে উদ্ধারে তিনি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীসহ স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের মাধ্যমে বিজিবি ও বিএসএফ এর হস্তক্ষেপ কামনা করেন।
অপর একটি সুত্র জানিয়েছে জোনাব বাহিনী কৈখালী গ্রামের আতিয়ার রহমানের নৌকাসহ আরও কয়েকটি নৌকা থেকে চার জেলেকে দুই সপ্তাহ পুর্বে অপহরণ করে। পরবর্তী বনদস্যুদের দাবিকৃত টাকা ভুল বিকাশ নম্বরে চলে যাওয়ার অজুহাতে পুনরায় টাকা দাবি করায় তারাও মুক্তি পায়নি জোনাব বাহিনীর হাত থেকে।
সুন্দরবনে কর্মরত জেলেদের অভিযোগ কয়লা ব্যায়লাসহ মান্দারবাড়িয়া এবং তদসংলগ্ন এলাকায় জনৈক কামরুল এবং রজব কলইসহ কয়েকজনের প্রায় দুই শতাধিক নৌকা মাছ ও কাঁকড়া শিকারের কাজ করে। ফলে অপর কোন এলাকার জেলে বা নৌকা ঐসব এলাকায় যেতেই অপহরণ ও লুটপাটের শিকার হয়। এসব জেলেদের অভিযোগ মুলত কয়লা ব্যায়লা এবং মান্দারবাড়িয়াসহ সংলগ্ন এলাকায় কেবলমাত্র নিজেদের জেলেদের দিয়ে মাছ ও কাঁকড়া শিকারের জন্য বড় বড় ঐসব কোম্পানি মালিকরা বনদস্যুদের ব্যবহার করছে।
নীলডুমুর গ্রামের জেলে বাবুল হাসানসহ কয়েকজন জানান কামরুল, রজব কলই এর লোকজন স্পষ্ট জানিয়ে দিয়েছে কয়লা ব্যায়লা ও মান্দারবাড়িয়া এলাকায় গেলে কোন জেলেকে ফিরে আসতে দেয়া হবে না। চার সপ্তাহ পুর্বে মাছ শিকারে যেয়ে কামরুল-রজবের মদদপুষ্ট জোনাব বাহিনীর হাতে অপহরনের শিকার হয়ে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপন দিয়ে নিজে লোকালয়ে ফেরারও অভিযোগ করেন বাবুল হাসন।
যদিও কামরুল কোম্পানীর মালিক কামরু ইসলাম জানান, ‘‘র্যাব এর হাতে আটক হয়ে কারাবাসের পর থেকে আমার কোন ব্যবসা নেই। জেলেরা যা অভিযোগ করছে সব মিথ্যা”। তবে স্থানীয় জেলেদের অভিযোগ কামরুল-রজব কৌশল পাল্টে সুন্দরবন ও সাগরে ফিশিং ট্রলার পাঠাচ্ছে এবং নিজেদের স্বার্থে বনদস্যু জোনাব বাহিনীকে ব্যবহার করছে।