পিরোজপুরের নাজিরপুরে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে উপবৃত্তির জন্য মোবাইলে অ্যাকাউন্ট খোলার কথা বলে টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা খরচের কথা বলে এ টাকা উত্তোলন করছেন। উপজেলার নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ে গেলে ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আফসানা মিম (রোল-২) জানায়, বিদ্যালয়ের জীব বিজ্ঞানের শিক্ষক মিন্টু স্যার তার কাছ থেকে উপবৃত্তির বিকাশ অ্যাকাউন্ট খুলার জন্য একশত টাকা নিয়েছেন। একই শ্রেণীর মুক্তা ঢালী (রোল-২৪)জানায়, প্রধান শিক্ষক এ টাকা চাইছেন। আর তাই বাংলা ম্যাডাম রানু আপার কাছে আমি বিকাশ একাউন্টের জন্য একশত টাকা দিয়েছি। একই শ্রেণীর চাতুকি মিস্ত্রী (রোল-৩৭) ও নেয়ামত উল্লা জানায়, তারা বিদ্যালয়ের মিন্টু স্যারকে ওই টাকা দিয়েছে। ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র দিপু মিস্ত্রী জানায়, উপবৃত্তির অ্যাকাউন্ট খুলতে গেলে বিদ্যালয়ের অফিস থেকে তার কাছে এক হাজার টাকা দাবী করা হয়। গরীব অসহায় পিতা দিলীপ মিস্ত্রী ওই টাকা দিতে না পারায় সে (দিপু) স্থাণীয় মাসুদ এর ঘরে কাজ করে পাওয়া ৩ শত টাকা বিদ্যালয়ে দিয়ে মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলেছে। সরে জমিনে গিয়ে দেখা গেছে, ওই সব টাকা নেয়ার রশিদ হিসাবে বিদ্যালয়ের গোল সিল সহ ছোট একটি কাগজ দেয়া হয়েছে। তবে তাতে টাকার কোন পরিমান উল্লেখ নাই। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা উত্তোলনের জন্য বিকাশ অ্যাকাউন্ট খুলতে কাজ করা মো. সাইদুল ইসলাম সবুজ জানান, বিকাশের অ্যাকাউন্ট খুলতে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোন টাকা নেয়ার নিয়ম নাই। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের অভিযুক্ত জীব বিজ্ঞানের মিন্টু লাল মৈত্র ও বাংলার শিক্ষিকা রানু ম্যাডামের কাছে প্রধান শিক্ষকের সামনে বসেই জানতে চাইলে তারা জানান, প্রধান শিক্ষকের নির্দেশেই এ টাকা উত্তোলন করেছেন। অভিযুক্ত প্রধান শিক্ষক মো. আলী আশ্রাফ জানান, ওই সব শিক্ষার্থীদের কাছে অনেক টাকা পাওনা আছে তাই তাদের কাছ থেকে ওই টাকা নেয়া হয়েছে। উপজেলার দীর্ঘার একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সজীব গাইন ( রোল-৪৭) জানায় তার উপবৃত্তির টাকা তুলতে মোবাইলে অ্যাকাউন্ট খুলতে বিদ্যালয়ে গেলে বিদ্যালয়ের সঞ্জয় স্যারকে খরচ ববাদ ৩০ টাকা দিতে হয়েছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইদুল ইসলাম জানান, উপবৃত্তির টাকা দেয়ার কালে বিদ্যালয় কর্তৃপক্ষের কোন টাকা নেয়ার বিধান নাই। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেয়া সহ টাকা ফেরত দিতে বাধ্য করা হবে।