র্যাব ১৩, রংপুর এর একটি আভিযানিক দল ২৩ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ৬ নং টুকুরিয়া ইউনিয়নের বটপাড়া বাজার হতে অনুমান ১৫০ গজ দক্ষিনে বটপাড়া টু সুজারকুটি গামী পাকা রাস্তার পাশ থেকে দুই জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন পারবোয়ালমারি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোঃ আঃ রহিম , বড় দুধিয়াবাড়ী গ্রামের হাসানের ছেলে নুর মোহাম্মদ, কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারশত নব্বই পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। র্যাব ১৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ধৃত মাদক ব্যবসাযীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, দীর্ঘদিন যাবত উভযে যোগসাজশে মিলে রংপুর,কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য তথা ইয়াবা ট্যাবলেট বিক্রয় করত। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।