যশোরের কেশবপুর উপজেলা আইন সহায়তা কমিটির সভা সোমবার দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেকের সভাপতিত্বে ও দলিত হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানী, মেডিকেল কর্মকর্তা ডাঃ সৌমেন বিশ্বাস, সাংবাদিক এস আর সাঈদ, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, শিক্ষিকা রীতা ব্যানার্জী প্রমুখ। সভায় বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে আগামি ৩ মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।