সঞ্জয় লীলা বনসালির ছবি ‘মালাল’ দিয়ে বলিটাউনে পা রাখতে চলেছেন জাভেদ জাফরি ছেলে মীজান। তবে, এই প্রথম নয়! এর আগেও বড় পর্দায় দেখা মিলেছে মীজানের কিন্তু দর্শক তা বোঝেনি! এক নায়কের বডি ডাবল হিসেবে অভিনয় করেছিলেন তিনি!
আর কেউ নন, খোদ রণবীর সিংয়ের বডি ডাবল হিসেবে মীজানের প্রথম বড় পর্দায় হাতেখড়ি। গত বছরের সুপার ডুপার হিট ‘পদ্মাবত’ সিনেমায় আলাউদ্দিন খলজি ওরফে রণবীর সিংয়ের বডি ডাবল হিসেবে দেখা মিলেছিল মীজানের।সম্প্রতি এক সাক্ষাৎকারে মীজান জানান, ছবিতে দুটো দৃশ্যে রণবীর সিংয়ের বডি ডাবল হিসেবে তিনি অভিনয় করেন।
মীজানের ভাষায়, ‘ছবিতে আমি সঞ্জয় স্যরকে অ্যাসিস্ট করছিলাম। একদিন সেটে বসে আছি। শুনতে পেলাম, ইউনিটের বেশ কয়েকজন খুব চিন্তিত! আলোচনা শুনে বুঝলাম, তাদের টেনশনের মূল বিষয় রণবীর সিংয়ের অনুপস্থিতি। কোনও ব্র্যান্ড কমিটমেন্টের জন্য তিনি শুটিংয়ে আসতে পারেননি। সব শুনে সঞ্জয় স্যার শান্ত গলায় বললেন, ‘আমরা শুটিং করব এবং সবাইকে চমকে দিয়ে আমায় বললেন শুটগুলো দিতে।’ ৫ জুলাই মুক্তি পাচ্ছে ‘মালাল’। ট্রেলার ইতিমধ্যেই প্রশংসিত। মুম্বাইয়ের ব্র্যাকড্রপে গড়াতে থাকে ছবির চিত্রনাট্য। এখানে একজন ‘গলি কা গু-া’ চরিত্রে দেখা মিলবে মীজানের।