দৈনিক মানবজমিন রংপুরের স্টাফ রিপোর্টার জাভেদ ইকবাল ও চ্যানেল আইয়ের রংপুর ব্যুরো প্রধান মেরিনা লাভলীর মাতা নাজমুন নেছার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর।
সোমবার সংগঠনের সভাপতি জাহিদ হোসেন লুসিড ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমের মাগফেরাত কামনার পাশাপাশি তার শোক সন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় তারা বলেন, মরহুম মাতা একজন সফল মা। তিনি সাংবাদিক জাভেদ ইকবাল, মেরিনা লাভলীর মত সাংবাদিকের গর্বিত মাতা। যারা দেশ তথা সমাজ সেবায় ব্রত আছেন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন তারা।