মেহেরপুরের গাংনীতে মাসিক আইনশৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদেও সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। এ সময় গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান,পৌর মেয়র আশরাফুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বামুন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক ও কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা,জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম,আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম শাহ,আহসান উল্লাহ মহন,মনিরুজ্জামান মাষ্টার,নাজমুল হুদা বিশ্বাস,বিজিবি প্রতিনিধি সহ সরকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
বিদ্যালয় চলাকালিন সময়ে গাংনীর সকল শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার সকল স্কুল কলেজের শিক্ষার্থীদের বিদ্যালয় চলাকালিন সময়ে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে। সোমবার গাংনী উপজেলা আইশৃংখলা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল বলেন,শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থী মোবাইল ফোন আনতে পারবেনা। কোন শিক্ষার্থী যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে তার মোবাইল ফোন জব্দের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন প্রতিটা স্কুলে কলেজে এ-সংক্রান্ত আদেশ নামা আগামি বুধবারের মধ্যেই পৌছে দেয়া হবে। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান বলেন,এ বিষয়টি শিক্ষা অফিসের পাশাপাশি বিভিন্ন পুলিশ ক্যাম্পের সদস্যরা মনিটরিং করবে। গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক বলেন,মাসিক আইনশৃংখলা সভায় যেহেতু সিদ্ধান্ত হয়েছে। তাই সকল অভিভাবককে এ বিষয়ে সতর্ক হতে হবে। কারণ আজকের শিশু আগামি দিনের ভবিষ্যত। তাই একটি মোবাইল ফোনের কারণে শিক্ষার্থীদের জীবন অন্ধকারে ঠেলে দেয়া যাবেনা। তাই স্কুলে মোবাইল ফোন আনা কোন ভাবেই বরদাস করা হবেনা।