রংপুর সিটি কর্পোরেশনের সকল নাগরিক সেবাসমূহ জনগনের দোড়গোরায় পৌছানোর লক্ষ্যে নগর জুড়ে ওয়ার্ড ভিত্তিক ডিজিটাল সেন্টার স্থাপন কার্যক্রমের অংশ হিসাবে সোমবার নগরীর সাতমাথায় ৩০নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ওয়ার্ড ডিজিটাল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি থেকে ফিতা কেটে ৩০নং ওয়ার্ড ডিজিটাল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রংপুর সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মালেক নিয়াজ আরজুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত ্ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছাঃ ফরিদা কালাম, আফানউল্লাহ উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ¦ আবদুল জলিল, বিশিষ্ট সমাজ সেবক আবদুস সোবহান, শাহজালাল বিপনী বিতানের সভাপতি শেখ বাচ্চু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ওয়ার্ড ভিত্তিক ডিজিটাল সেন্টার স্থাপনের মধ্য দিয়ে পূরণ হলো রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার নির্বাচনী প্রতিশ্রুতি ও ঘোষিত ইশতেহারের আরেক ধাপ।