নওগাঁর ধামইরহাটে সমাজসেবা কার্যালয়ে অবস্থিথ উপজেলা সমাজকল্যাণ পরিষদের ৪৮, ৪৯ ও ৫০ ব্যাচের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। ২৪ জুন বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি গনপতি রায় ৩টি ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সমাজকল্যাণ পরিষদের সদস্য সচিব সোহেল রানা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, কম্পিউটার প্রশিক্ষক আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।