রাজশাহীর বাঘায় ডিজিটাল বাংলাদেশ গড়াল লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার বাজুবাঘা উপনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আমোদপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।
উপজেলা তথ্য কর্মকর্তা নুসরাত জাহানের পরিচালনায় নির্বাহী কর্মকর্তা বলেন, দেশ এখন উন্নয়নের অগ্রধারায় এগিয়ে চলেছে। আমরা চাই দেশের উন্নয়নের কাজ করতে। এজন্য সকলের সহযোগিতার প্রয়োজন। বর্তমান সরকারের চাওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন সম্পর্কে জ্ঞানদান করা। কারণ, দেশের উন্নয়নে নারীদের ক্ষমতায়ন ও ভুমিকা অপরিহার্য্য।
এছাড়া আমাদের সামাজে এখনও অনেক কিছুর পরিবর্তন আনতে হবে। এই দেশকে আরো উন্নয়নশীল দেশ হিসাবে দেখতে হলে উন্নত শিক্ষার পাশাপাশি বাল্য বিয়ে এবং মাদক নির্মূল করতে হবে। যারা মাদক সেবন করে তারা আমাদের আপনাদের সন্তান। সুতারাং তাদের ভাল পথে ফিরিয়ে আনার দায়িত্ব সকলের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা এবিএম সানোয়ার হোসেন স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি ক্ষেত্রে নারীদের করনীয় সম্পর্কে মুল্যবান বক্তব্য উপস্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামানসহ বাজুবাঘা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আমোদপুর গ্রামের শতাধিক নারী।