“তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সবধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের কার্যক্রম অংশীজনদের অবহিতকরণ সংক্রান্ত সেমিনার সোমবার বেলা সাড়ে ১২টায় নগরীর বরিশাল কম্পিউটার কাউন্সিলরের (বিসিসি) অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কম্পিউটার কাউন্সিলর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিসিসি’র ভারপ্রাপ্ত সেন্টার চার্জ মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও আঞ্চলিক উপ-পরিচালক মনিরুল ইসলামের সঞ্চলনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইথ এ- ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল, সমাজ সেবা কর্মকর্তা অধ্যাপক আঃ রশিদ, রাহাত আনোয়ার হাসপাতালের ব্যবস্থপনা পরিচালক শারমিন আক্তার, সফল প্রতিবন্ধী ঝালকাঠী সরকারী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফয়সাল রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল কম্পিউটার কাউন্সিলর প্রশিক্ষক এমরান হোসেন।
সেমিনারে শারিরীক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধীসহ সবধরনের বরিশাল বিভাগের ছয় জেলার শতাধিক নারী ও পুরুষ প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বরিশাল কম্পিউটার কাউন্সিল থেকে ইতঃপূর্বে পাঁচটি প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে পাঁচ শতাধিক প্রতিবন্ধী ব্যক্তিরা কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন কর্মসংস্থায় নিজেদের জড়িয়ে নিয়েছেন।