জেলার হিজলা ও গৌরনদী উপজেলায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা এলাকায় রবিবার সন্ধ্যায় পিকআপের চাঁপায় ইমন খলিফা (১৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত এবং আরোহী রাকিব খলিফা ও আজিজুল বেপারী গুরুত্বর আহত হয়েছেন। নিহত ইমন খলিফা ডাসার থানার গোপালসেন গ্রামের আবদুল খালেক খলিফার পুত্র। গৌরনদী থানা পুলিশ ঘাতক পিকআপটিকে আটক করেছে। একইদিন বিকেলে হিজলা-মুলাদী সড়কের কাউরিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহানা আক্তার (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সে ওই গ্রামের মোশারফ বেপারীর কন্যা। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে।