নওগাঁর পোরশায় আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনাতনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা। অপরদিকে একই স্থানে প্রশাসনের মাসিক সমন্বয় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এতে ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম ও মমতাজ বেগম, সহকারী কমিশনার(ভূমি) সোহরাব হোসেন, কর্মকর্তা ইনচার্জ শাহিনুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।