বর্ষণসীক্ত রাতে কাপড় চোপড় আটসাঁট করে নিয়ে কান্নায় পার করে দেয়ার পালা শেষ হয়েছে আরজিনার। রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে তারা মিয়ার স্ত্রী আরজিনা। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় জমি আছে ঘর নেই এ ধরনের পরিবারের সদস্য হিসেবে তাকে একটি বাড়ি নির্মান করে দেয়া হয়েছে। ঘরবাড়িসহ নিজস্ব ঠিকানা হবার পর তার সমস্ত চিন্তার অবসান হয়েছে। এখন তাকে নির্ঘুম রাত কাটাতে হয় না। কোনকিছু নিয়েই আর দুশ্চিন্তা নেই। স্বামী পরিত্যক্তা হবার পর পীরগঞ্জ উপজেলা সদরে অন্যের একটি জমিতে টিনের চালা দিয়ে রাত কাটাবাার মতো জায়গা করে নিয়েছিল সে। সেখানে খরা বৃষ্টির সাথে টানা ১০ বছর যুদ্ধ করে অবশেষে এখানে এই আশ্রয়ণ প্রকল্পের একটি বাড়িতে ঠাঁই হয়েছে তার। দু’মেয়ের বিয়ে হয়েছে ,ছোট্ট নাতনি তার কাছেই বড় হচ্ছে। নিজের ঘর রয়েছে বলেই আগের দুটি ছাগলের স্থলে এখন ছাগলের সংখ্যা দাঁড়িয়েছে ৬ টিতে। এগুলো তার সম্পদ। পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের টিওরমারী গ্রামের জমিলা খাতুনেরও কোন ঘর ছিল না। জমি থাকলেও সেখানে ঘন নির্মানের কোন সঙ্গতি না থাকায় দীর্ঘদিন ধরে তারা সন্তান সন্ততিদের নিয়ে একটি ঝুপড়ির মতো মাথা গোজার ঠাই করে নিয়ে সেখানেই বসবাস করতো তারা। গত বছর আশ্রয়ন প্রকল্প -২এর আওতায় জমিলার সেই জমিতে একটি ঘরসহ ল্যাট্র্নি নির্মান করে দিয়েছে সরকার। এতে সে বেজায় খুশী। আগে মেঘ দেখলেই যেখানে ভয় হতো। এই বুঝি বৃষ্টি আসে। ছেলে পুলে নিয়ে রাত জেগে বসে থাকতে হবে। এখন মেঘ রোদ কোন কিছুতেই আর ডর করে না তার। মাথা গোঁজার ঠাই হবার সাথে সাথে দারিদ্রতাকেও জয় করতে বসেছে সে। স্বামী দিনমজুরের কাজ করে। পাশাপাশি সে একটি বকনা বাছুর ক্রয় করে পালন করার পর এখন সেটি অনেক বড় হয়েছ্।ে লাল টুকটুকে রংএর বাছুরটির দিকে চেয়ে থাকে সে অপলক নেত্রে। একদিন এটি গাভী হবে, বাছুর দেবে। তখন দুধ দেবে নিয়মিত। সব কিছুই যেন তার কাছে স্বপ্নের মতো মনে হয়। শুধু আরজিনা আর জমিলাই নয় ,পাঁচগাছির মনোয়ারা ,সানেরহাটের সুলতানা,মিঠিপুরের রেহেনাসহ এ ধরনের শত শত নি¤œবিত্তবধুর দীর্ঘদিনের লালীত স্বপ্ন পুরন হতে চলেছে ওই প্রকল্পের আশীর্বাদে। টুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান জানান,আমার ইউনিয়নের আরও শতাধিক এ ধরনের পরিবার রয়েছে। যারা নিজেদের জমি থাকলেও ঘর নির্মানের সামর্থ রাখে না। আগামীতে এদের যদি ঘর নির্মান করে দেয়া হয় তাহলে আমার ইউনিয়নে আর কেউ গৃহহীণ থাকবে না। ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ১০ টি উদ্যোগ বলয়ের মধ্যে রয়েছে বিপন্নে আশ্রয় ও গৃহহীণে গৃহ। এদেশের কোন মানুষ আর গৃহহীন থাকবে না। এই দেশের অসহায় মানুষের প্রত্যেকের থাকবে একটি বাড়ি একটি খামার। এজন্য সারাদেশে আশ্রয়ণ প্রকল্প নামের যে সাড়া জাগানো প্রকল্প বাস্তবায়ীত হচ্ছে,পীরগঞ্জেও তার থেকে ব্যতিক্রম নেই। ইতোমধ্যে উপজেলার ১৫ ইউনিয়নে এ যাবত ২৫০ টি ঘর নির্মান করে দেয়া হচ্ছে,যেখানে আশ্রয় হচ্ছে ২৫০ টি ছিন্নমুল পরিবারের। একসময় এসব পরিবারের মাথা গোজার কোন ঠাঁই ছিল না। রাত হলে এদের রাস্তার ধারে,ফুটপাতে,সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের বারান্দায় বা সুবিধেমতো জায়গায় ঘুমাতে হতো। এখন এরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে। প্রয়োজনীয় জিনিসপত্র তাই খোলা জায়গায় পড়ে থাকে না। বৃষ্টিতে ভিজতেও পারে না। শেখ হাসিনার ঘোষনা ছিল -২০১৪ সালের মধ্যে কেউই না খেয়ে থাকবে না। তাঁর এ ঘোষনা বাস্তবে রুপ নিয়েছে। এখন আর কেউ না খেয়ে থাকে না। সবার জন্য বাসস্থান নিশ্চিত করতেই সারা দেশে আশ্রয়ণ নামের প্রকল্প হাতে নিয়ে পর্যায়ক্রমে তা বাস্তবায়ীত করা হচ্ছে। যা এখনও চলমান। রংপুরের পীরগঞ্জে ১৫ টি ইউনিয়নে ২০১৮-১৯ ইং অর্থ বছরে আশ্রয়ণ-২ প্রকল্পে যার জমি আছে ঘর নেই এমন ২২৫ টি পরিবারকে ঘর নির্মান করে দেয়া হবে। প্রতিটি ঘর নির্মানে ব্যয় বরাদ্দ রয়েছে ১ লাখ টাকা। ১২ হাত দৈর্ঘ ও ৮ হাত প্রস্থ ঘরের মেঝে ঢালাই দিয়ে ঘর সংলগ্ন একটি পায়খানা নির্মান করে দেয়া হবে। সাথে থাকবে একটি হস্তচালিত নলকুপ। যতে উপকারভোগীদের কাউকে পরনির্ভরশীল হতে না হয়। স্থানীয়ভাবে যার জমি আছে ঘর নেই -এ ধরনের পরিবার তালিকাভুক্ত করে গোটা উপজেলায় এ বছর ২২৫টি পরিবারের ঘর নির্মান করে দেয়া হচ্ছে। গত বছর এই প্রকল্পের আওতায় ৭৫ টি পরিবারকে ঘর নির্মান করে দেয়া হয়েছে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম মমিন বলেন-পীরগঞ্জ উপজেলায় ১৫টি ইউনিয়নে ২ হাজারের মতো পরিবার রয়েছে। যাদের জমি আছে কিন্তু ঘর নেই। ইতোমধ্যে ৫ শতাধিক পরিবারকে ঘর নির্মান করে দেয়া হয়েছে। সরকারের এ প্রকল্প চলমান থাকলে আগামি ৩ থেকে ৪ বছরের মধ্যে গোটা উপজেলায় কোন পরিবারই গৃহহীন থাকবে না একথা নিশ্চিত বলা চলে।