রাজশাহীর মোহনপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে কেশরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে তিন কেজি গাঁজা, তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, নগদ ৮৬০ টাকাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে। ওই তিন যুবকের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, মোহনপুর উপজেলার রায়ঘাটি গ্রামের ইনতাজ আলীর ছেলে জুয়েল রানা (২৩), সিংহমারা গ্রামের ইব্রাহিমের ছেলে ইসরাফিল (২৫), আতানারায়নপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে সবুর আলী (২৩)।
মামলার সূত্র ধরে র্যাব জানান, গত রোববার রাত ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল মোহনপুর উপজেলার কেশরহাট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা, আসামিদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, নগদ ৮৬০ টাকাসহ তিন যুবককে গ্রেপ্তার করেন। রোববার রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোহনপুর থানায় মামলা করা হয়েছে। মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, গতকাল সোমবার জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।