রাজশাহীর মোহনপুরে গৃহবধূ আসমা বেগম (৪৫) ধর্ষণের পর কুপিয়ে হত্যা মামলার দুই আসামিকে রোববার রাতে কেশরহাট থেকে গ্রেপ্তার করছেন পুলিশ। গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে নিশ্চত করেছেন মোহনপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, উপজেলার কেশরহাট পৌরসভার রায়ঘাটি গ্রামের মৃত ভাদু মন্ডলের ছেলে শামছুদ্দিন (৫০), হরিদাগাছি গ্রামের জহির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৫১)। গতকাল সোমবার আসামিদেরকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে জেল-হাজতে প্রেরণ করেছে পুলিশ। ওসি মোস্তাক আহম্মেদ জানান, আসামিদের দেয়া তথ্যানুসারে অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত শনিবার গৃহবধূর আসমা বেগমের লাশ উদ্ধারের পর ছেলে মাসুদ রানা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে রাজশাহী জেলা পুলিশের সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবের নেতৃত্বে জেলা ডিবির সদস্যরা ও মোহনপুর থানার পুলিশ আসামি গ্রেপ্তারের জন্য চিরুনী অভিযান চালায়। গত রোববার রাতে মোহনপুর থানার পুলিশ কেশরহাটে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেন।
উল্লেখ্য মোহনপুর উপজেলার উষায়ের হাটরা গ্রামের মৃত মফিজ উদ্দিনের মেয়ে আসমা বেগম (৪৫) দ্বিতীয় বিয়ে করে বাবার বাড়িতে থাকতেন। প্রথম স্বামীর পক্ষের ছেলে-মেয়ে দুইটি সন্তান ছিল। মেয়ের বিয়ের পর ছেলে মাসুদ রানা (২২) নিয়ে হাটরা গ্রামে বাবার বাড়িতে থাকতেন। শুক্রবার রাতে নিহত গৃহবধূর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাশের হাটরা অম্পয় মরা বিলে জনৈক শাহাদত আলীর শষা খেতে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করে। মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, হত্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উৎঘাটন করার জন্য দুই আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।