দিনাজপুরের কাহারোল উপজেলার প্রতিটি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাপত্র বিতরণের নামে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ নীতিমালার বাহিরে স্কুল কর্তৃপক্ষ প্রশংসা পত্রের জন্য ২৫০ থেকে ৩০০ টাকা আদায় করছে। টাকা না দিলে বিদ্যালয় থেকে প্রশংসাপত্র দেওয়া হচ্ছে না। হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদেরও। বিদ্যালয় কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সরেজমিনে গতকাল ঘুরে দেখা গেছে, পূর্ব্ব মল্লিকপুর এম. উচ্চ বিদ্যালয়, ভাতগাঁও শিক্ষা নিকেতন, বলেয়া উচ্চ বিদ্যালয়, বগদইড় উচ্চ বিদ্যালয়, পশ্চিম সাদিপুর উচ্চ বিদ্যালয়, তাঁরগাও উচ্চবিদ্যালয় সহ উপজেলার উচ্চবিদ্যালয় গুলোতে গেলে শিক্ষার্থীরা জানান আমাদের মত গরীব শিক্ষার্থীদের পাশে কেউ থাকে না। প্রধান শিক্ষকের কাছে গিয়েও কোন লাভ হয়নি। ২৫০ টাকা দিয়ে স্কুল থেকে প্রশংসাপত্র নিতে হয়েছে। এদিকে পূর্ব্ব মল্লিকপুর এম. উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে মোবাইলে কথা বলার চেষ্টা করে তিনি মোবাইল রিসিভ করে নি। এদিকে কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জুলফিকার আলীর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়ার কোন সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।