বাংলাদেশ মানবাধিকার কমিশন রংপুর আঞ্চলিক মানবাধিকার সম্মেলন আগামি ৫ জুলাই রংপুরে অনুষ্ঠিত হচ্ছে। ওই সম্মেলনে যোগ দিচ্ছেন নীলফামারী, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুরের শতাধিকার মানবাধিকার কর্মী। নীলফামারীতে নেতৃত্ব দিচ্ছেন জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল ও সাধারণ সম্পাদক সাংবাদিক ওবায়দুল ইসলাম। জলঢাকায় নেতৃত্ব দিচ্ছেন কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান ও সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মিন্টু। সৈয়দপুরে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ওবায়দুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। এছাড়াও সহযোগিতায় আছেন জেলা কমিটির নির্বাহী সভাপতি আল-আমিন, সৈয়দপুর পৌর কমিটির সভাপতি মনোয়ার সরকার মনা, সাধারণ সম্পাদক এসএম জোবায়ের। সৈয়দপুর থেকে অংশ নিচ্ছেন সেকেন্দার আলী, মইনুল ইসলাম, মাহবুবার রহমান দুলু, নুরুল ইসলাম, দিলবর হোসেন মন্ডল, তরুলতা রায়, মেহেরুন নেছা, কাজি গোলাম আবদুল কাদের, এহসানুল হক মিলন, ডা. জাবেদ ইকবাল, ডা. রাশেদ উন নবী, সাংবাদিক জয়নুল আবেদিন, সৈয়দপুর প্রেস ক্লাবের সদস্য সাদেকুল ইসলাম, কবিরাজ শাহাদত হোসেন, অধ্যক্ষ আসাদুজ্জামান, ইয়াছিন আলী সরকার। জলঢাকা থেকে হামিদুর রহমান, মাহবুব হোসেন মিন্টু, মামুন অর রশিদ, নাদিরা আকতার, হামিদা বানু, নাসিমা আক্তার, সোমাইয়া আক্তার। নীলফামারী থেকে আল-আমিন, এহসানুল হক, আলী হোসেন, বাসুদেব রায়, আবু হাসান, মাহবুবার রহমান, জামাল শেখসহ অনেকে।