পাবনার সুজানগরে বাবা-মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে সুমা খাতুন (১৫) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সে উপজেলার মানিকহাট গ্রামের আবদুর রউফ প্রামাণিকের মেয়ে এবং মানিকহাট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত রোববার সন্ধ্যা রাতে সে আত্মহত্যা করে।
সুজানগর থানা পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পারিবারিক একটি বিষয় নিয়ে সুমার সাথে তার বাবা-মায়ের ঝগড়া হয়। এরই জের ধরে সে বাবা-মায়ের ওপর অভিমান করে বাড়ির সবার অজান্তে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহতা করে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।