বগুড়া সহ উত্তরাঞ্চলে চলছে স্বরনকালের ভয়াবহ বিদ্যুতের লোড সেডিং। একই সাথে লোড সেডিংকে জায়েজ করতে বগুড়া বিদ্যুৎ উন্নয়ন বিভাগ (নেসকো) এর অভিনব প্রতারনা চলছে হরহামেশা। প্রতিদিন বিদ্যুত সংশ্লিষ্ট অধিকারীরা এখন বিভিন্ন অজুহাত খাড়া করে চালিয়ে যাচ্ছেন এই প্রতারনা। অসহনিয় দাবদাহ যন্ত্রনার কবল থেকে পরিত্যান মিলছেনা যেন কিছুতেই। বিদ্যুতের অব্যাহত লোড সেডিং জন জীবনে নেমে এসেছে দূর্বিসহ নরক যন্ত্রনা।
অভিযোগ উঠেছে বগুড়া বিদ্যুৎ বিভাগ(নেসকোর) কতিপয় দায়িত্বশীলদের সেচ্ছাচারিতা, অনিয়ম এবং জবাব দেহীতার অভাবে গোটা বগুড়া অঞ্চলে বিদ্যুতের চরম আকাল দেখা দিয়েছে।
গত ২ দু’সপ্তাহ ধরে বিদ্যুতের যন্ত্রনা ভয়াবহ রুপ ধারন করেছে। সকাল থেকে শুরু করে রাত অবধি প্রতি ঘন্টায় বিদ্যুৎ চলে যাওয়া এখন নিত্য নৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অসহ্য গরমে যখন বগুড়ার আশপাশের এলাকার মানুষ হাঁসফাঁস করছে, তখন বিদ্যুতের লোডশেডিং যেন মানুষের ঘাড়ে দানবের মতো চেপে বসেছে। সরকারী আধা সরকারী ও শায়েত্বশাষিত প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠান ,ব্যাংক বীমা ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুত মিলছেনা।
বগুড়া শহর ও এর আঁশ পাশে শিল্প কারখানায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। বগুড়ার পিডিবি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিতে রুপান্তরিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে লোডশেডিংয়ের এই ভয়াবহ অনিয়ম সেচ্ছাচারিতা। যার ফলশ্রুতিতে গত দু’সপ্তাহ থেকে এই খেলা ভয়াবহ আকার ধারণ করেছে।
নাম প্রকাশ্যে অনইচ্ছুক একাধিক সূত্রে বলা হচ্ছে সরবরাহ কমতির কারণে রেশনিং পদ্বতিতে বিদ্যুত বিপনন বিভাগের কয়েকটি বিভাগে তারা লোড সেডিং করতে বাধ্য হচ্ছেন।
উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত শিল্প নগরী বগুড়া খাদ্য ও শিল্প উৎপাদনে দেশের অন্যতম একটি জেলা। এ জেলায় হাজার হাজার বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারী শিল্প কারখানার কারণে এই জেলাকে শিল্পাঞ্চল হিসাবে পরিগনিত হয়ে থাকে। এমন কোন শিল্প নেই যা গড়ে ওঠেনি। যে কারণে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এই জেলায়। বিশেষ করে শিল্পকারখানায় নারী এবং পুরুষ কর্ম করে তাদের জীবিকা নির্বাহ করে আসছে।
কিন্তু বিগত কিছু দিন যাবত বগুড়ায় ব্যাপক আকারে বিদ্যুতের লোডশেডিং সাধারণ মানুষসহ শিল্পকারখানার মালিকদের ভাবিয়ে তুলেছে। ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ চলে যাওয়া এই জেলার খুব সাধারণ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও এর কোন কূল কিনারা করতে পারছেন না শিল্প কারখানার মালিকরা। তাদের এক কথা যে বিদ্যুৎ তারা পাচ্ছে তা দিয়ে তারা গোটা জেলায় বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না।
এব্যপারে গতকাল বিদ্যুৎ বিপনন বিভাগের একজন নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি লোড সেডিং এর বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন স্থানে তারা লোড সেডিং দিতে বাধ্য হচ্ছেন।
বিভাগের সব চেয়ে ভয়াবহ যন্ত্রনা পোহাতে হচ্ছে বিদ্যুত বিপনন কেন্দ্র -২ এর প্রায় অর্ধলক্ষ গ্রহককে। এ বিভাগের আওতায় প্রতিদিন ৭/৮ঘন্টা লোড সেডিং হচ্ছে। এখানে বিদ্যুৎ গেলে আর ্টাসার নামই নেই। এ বিভাগে অভিনব কৌশল করে গ্রাহকদের বিভিন্ন সমস্যা দেখিয়ে বিদ্যুত বন্ধ রাখার কথা বলা হচ্ছে। এ ব্যপারে বিভিন্ন গ্রাহক সাংবাদিকদের কাছে তাদের ক্ষোভ প্রকাশ করে জানান, বিদ্যুত লাইনে সমস্যা হতেই পারে। তাহলে তার সমাধান ধানও নিশ্চয় রয়েছে। কিন্তু সমাধানের বদলে বিভাগের লোকজন গ্রাহকের সাথে প্রতারনা করে চলেছেন।
এ ব্যপারে গতকাল বিপনন বিভাগ-২ এর প্রকৌশলী জিয়াউর রহমানের সাথে কথা বলা হলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে যাবার চেষ্টা করেছেন। এ ব্যপারে খোঁজ নিয়ে আরো জানা গেছে, বগুড়া বিদ্যুৎ বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী তার অফিসে আরাম আয়েশ করে বসে থাকেন। কোথায় কি অবস্থায় বিদ্যুৎ এর সমস্যা দেখা দিচ্ছে বা দিয়েছে সে বিষয়ে তার সামান্যতম আগ্রহী নন। কারণ হিসাবে বলা যায় চাকুরীর শেষ পর্যায়ে অফিসেই বসে সময় ক্ষেপন করতে বেশী আগ্রহী। ঘন্টার পর ঘন্টা টেকনিক্যাল এর অজুহাতে লাইন বন্ধ করার বিষয়টি তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বিভাগের ইঞ্জিনিয়ারদের বলুন ,আমি কেন। অর্থাৎ দিনে রাতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুত না থাকার বিষয়টি তিনি অবহিত নন।
এ বিষয়ে নাম প্রকাশ না করার সর্তে একজন সংশ্লিষ্ট প্রকৌশলী সাথে কথা বললে তিনি জানান, ঢাকার লোড ডিসপ্যাাচ সেন্টার এর সব কিছু নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাই তাদের নির্দেশে রাজশাহীর প্রধান প্রকৌশলী বগুড়ার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানীর বিদ্যুৎ কমিয়ে দিয়ে থাকলে আমি কি করতে পারি। তিনি বলেন ,আগে কেন্দ্রীয় ভাবে পল্লী বিদ্যুৎকে ৪৫ ভাগ এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিকে ৫৫ ভাগ বিদ্যুৎ সরবরাহ করা হতো। এখন উল্টে তাদেরকে আমরা সরবরাহ করছি। ফলে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে।
তিনি আরো জানান, বগুড়ার চাহিদা সময় ভেদে ৯০ থেকে ১শ’ ১২০ মেগাওয়াট বিদ্রুত প্রয়োজন। অথচ আমরা পাচ্ছি তার অনেক কম। যে কারণে তারা লোডশেডিং করতে বাধ্য হচ্ছেন। ফলে বিদ্যুত বিভাগ -২ এর গ্রাহকরা এখন ২ ঘন্টা পর পর ৩০ থেকে ৪৫ মিনিট বিদ্যুত সরবরাহ পাচ্ছেণ। অন্যদিকে বিদ্যুতের যাওয়া আসা এরে কারণে বাসা বাড়ী ব্যবসা প্রতিষ্ঠানে গ্রাহকদের ব্যবহৃত মূল্যবান ইলেক্ট্রনিক সামগ্রীর ক্ষতি সাধিত হচ্ছে।
আরো জানা গেছে, বগুড়া শহর ও এর আশপাশের এলাকায় এখন বিদ্যুত কখন আসবে মানুষ সে আগ্রহ নিয়ে বসে থাকে। বিদ্যুত বিপনন বিভাগ -২ এর অর্ধ লক্ষ মানুষ এই বিভাগের কাছে জিম্মি হয়ে পড়েছে। অভিযোগ রয়েছে এ বিভাগের কতিপয় দায়িত্বশীলদের সাথে যোগ সাজস করে বিনিময়ীর মাধ্যমে এ বিভাগ থেকে অন্য কয়েকটি বিশেষ স্থানে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করতে বিভিন্ন অজুহাত দেখান কর্মকর্তারা। তখন বিদুৎ বিভাগের সকল টেলিফোন বন্ধ রাখা হয়।
গত কয়েক দিনের স্বরনিয় এবং ভয়াবহ লোড সেডিং ও বিদ্যুতের ভোগান্তিতে নাকাল বগুড়ার সাধারণ মানুষের ভেতরে এখন ক্ষোভ দেখা দিয়েছে।