সাংসারিক কলহের এক পর্যায় গত দুই দিনে যশোর ও ঝিনাইদহে দু’ গৃহ বধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। এরা হচ্ছে,ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দেববাজপুর গ্রামের রিপন হোসেনের স্ত্রী নাসিরন ও যশোর সদর উপজেলার তালবাড়ীয়া গ্রামের আবদুর রশিদের স্ত্রী নাঙ্গমা এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা দু’টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও নিহতর পরিবারের লোকজন জানান,শনিবার বিকেলে সাংসারিক কলহের এক পর্যায় নাসরিন কীটনাশক পান করে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে মারা যায়। অপর দিকে,রোববার গভীর রাতে পারিবারিক কলহের এক পর্যায় গৃহবধূ নাঙ্গমা কীটনাশক পান করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সকালে মারা যায়।