মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয় ক সার্কেল ও কোতয়ালি মডেল থানা পুলিশ রোববার আলাদা অভিযান চালিয়ে দুই লিটার চোলাইমদ ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার দেখিয়েছে। এ সময় মাদক বহনের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার হাশিমপুর উত্তর পাড়ার আকবর আলী বিশ^াসের ছেলে সাইফুল হোসেন,শহরের আরবপুরের রাজ্জাক শেখের ছেলে মনির শেখ,সিটি কলেজপাড়ার ফরিদ আহমেদ এর ছেলে সোহেল হোসেন ও পূর্ব বারান্দীপাড়ার লাল মিয়ার ছেলে আমির হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ক সার্কেলের উপপরিদর্শক বদরুল হাসানের নেতৃত্বে এএসআই লিয়াকতসহ একটি টিম রোববার দুপুরে শহরের হাট খোলা রোডস্থ বাবু বাজারস্থ মিলি এন্টার প্রাইজ নামক দোকানের সামনে থেকে সাইফুল ইসলামকে ২ লিটার চোলাই মদসহ গ্রেফতার করে। অপর দিকে,মাদকদ্রব্য নিয়ন্ত্রনের অপরটিম, বাবু বাজারস্থ হোটেল পলাশের সামনে থেকে মনির শেখকে ২লিটার চোলাইমদসহ গ্রেফতার করে। অপর দিকে,কোতয়ালি মডেল থানা পুলিশ রোববার বেলা সোয়া ১১ টায় গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার ঝুমঝুমপুর আহাদ জুট মিলের পাশ থেকে সোহেল হোসেন আমির হোসেনকে একটি নাম্বার বিহীন পালসার মোটর সাইকেলসহ গ্রেফতার করে। পরে তাদের দু’জনের কাছ থেকে ২৫ গ্রাম করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় নিয়মিত মামলা দিয়ে আদালতে সোপর্দ করে।