নওগাঁর মান্দায় পতাকা উত্তোলন, কেককাটা, দোয়া মাহফিল, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার নিমতলাস্থ দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ৮টার দিকে পতাকা উত্তোলন, কেককাটা ও বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোল্লা এমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, সহদপ্তর সম্পাদক আবদুল জব্বার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খোদাবকস মিয়া, আ.লীনেতা প্রভাষক আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম, মামুনুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।