রাজশাহীর মোহনপুরে দুই সন্তানের জননী গৃহবধূ আসমা বেগম (৪৫) ধর্ষণের পর কুপিয়ে হত্যা মামলার কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হাটরা গ্রামসহ আশপাশের এলাকা থেকে সহেন্দমূলক কয়েকজনকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ। মোহনপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গতকাল রোববার ময়না তদন্ত শেষে নিহত গৃহবধূর লাশ হাটরা গ্রামে বাবার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
শনিবার গৃহবধূর আসমা বেগমের ছেলে মাসুদ রানা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা দায়ের পর থেকে মোহনপুর থানার পুলিশ অপরাধীদের সনাক্ত করে দোষীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য মোহনপুর উপজেলার উষায়ের হাটরা গ্রামের মৃত মফিজ উদ্দিনের মেয়ে আসমা বেগম (৪৫) দ্বিতীয় বিয়ে করে বাবার বাড়িতে থাকতেন। বর্তমান স্বামী বাবুল ইসলামের বাড়ি উপজেলার তীলাহারি গ্রামে। তিনি সপ্তাহে দুই একদিন স্ত্রী আসমা বেগমের কাছে যাওয়া আসা করতেন। বাবুল ইসলামের পক্ষের কোন সন্তান নেই। নিহত গৃহবধূ আসমা বেগমের প্রথম পক্ষের এক ছেলে, এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ের পর ছেলে মাসুদ রানা (২২) নিয়ে হাটরা গ্রামে বাবার বাড়িতে থাকতেন। শুক্রবার রাতে নিহত গৃহবধূর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাশের হাটরা অম্পয় মরা বিলে জনৈক শাহাদত আলীর শষা খেতে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে গত শনিবার মোহনপুর থানার পুলিশ সকাল ১১ টার সময় ঘটনাস্থলে পৌছে গৃহবধূ আসমা বেগমের লাশ উদ্ধার করে। থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, লাশ উদ্ধারের সময় তার ব্যবহৃত ভাঙ্গা মোবাইল ফোন ও একটি খালি টাইগারের বোতল উদ্ধার করেন। ওসি মোস্তাক আহম্মেদ আরো বলেন, গৃহবধূর মুখুমন্ডল ও মাথায় আঘাতের চিহৃ ছিল। নিহতের ছেলে মাসুদ রানা জানান, পুলিশের পক্ষ থেকে সব ধরণের আইনি সহযোগিতা দিচ্ছেন। তিনি আরো বলেন, আমার মায়ের লাশ মেডিকেল থেকে নিয়ে আসার মত কোন টাকা ছিলনা। মোহনপুর থানার ওসি স্যার নিজের পকেট থেকে টাকা খরচ করে লাশ আমার কাছে হস্তান্তর করেছেন।