নাটোরের বড়াইগ্রামে নকল সিগারেট কারখানায় অভিযান চালিয়ে ৮ কোটি টাকার মামলামলসহ ও ১০ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। উপজেলার নগর ইউনিয়নের কয়েন গ্রামে সামির ট্যোবাকো কারখানা থেকে এসব মালামালসহ তাদের আটক করা হয়। সিআইডি’র অর্গানাইজ ক্রাইম টিমের এডিশনাল এসপি রাজিব ফারহানের নেতৃত্বে শনিবার রাত ১২টা থেকে রোববার ভোর ৫টা পর্যন্ত এই অভিযান চলে। উল্লেখ্য, ছয় মাস আগে কাস্টমস বিভাগ এ কারখানাটি সিলগালা করে দেয়ায় পেছন দিকে দরজা কেটে ভেতরে অবৈধভাবে তারা এসব সিগারেট তৈরী করছিল।
আটকরা হলেন- যশোরের কোতোয়ালী থানার মজিবুর বিশ্বাসের ছেলে আবু সাঈদ (৪২), রাজশাহীর শাহমখদুম থানার ডাঙ্গিপাড়া এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আবদুর জব্বার (৩৩), নওদাপাড়ার মৃত মনসুর আলীর ছেলে শওকত আলী (৩০), একই এলাকার কায়েম উদ্দিনের ছেলে হাসান আলী (৩৩), লালমনিরহাট সদরের আবদুর রহিমের ছেলে জাকারিয়া (৫২), রংপুরের মিঠাপুকুর থানার সঠিবাড়ির মৃত আবদুর রহিমের ছেলে আনোয়ার হোসেন (৪৭), আসুঘাটের আফজাল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩০), গাইবান্ধা সদরের গোয়াল রোডের আবদুল কুদ্দুসের ছেলে বকুল হোসেন (৩৫), মহিছউদ্দিনের ছেলে হামিদুল ইসলাম (৩৭) এবং ঢাকার আশুলিয়া থানার গোসাইল এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে মহসিন আলী (৩৫)। অভিযানেকালে সিগারেট তৈরীর মেশিনারীজ, ১৮ কার্টুন নকল গোল্ডলিফ ও ৮ কার্টুন ষ্টার সিগারেট, ২০ লাখ টাকার নকল ব্যান্ড রোল, এক মণ তামাক সহ প্রায় ৮ কোটি টাকার মালামাল জব্দ করা হয়।
বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের নামে বিধি মোতাবেক মামলা দিয়ে রোববার কোর্টে পাঠানো হয়েছে।