উত্তরাঞ্চল সফরে আসা মার্কিন রাস্ট্রদুত রবার্ট আর্ল মিলার বলেছেন, আমি রংপুর এয়ারবেইজে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ মহড়া দেখতে এসেছি। তবে রংপুর যাওযার পথে বগুড়া হওযায় এখানে একটা বিরতি নিলাম। বগুড়া জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করলাম। ভাল লাগলো, শুনলাম কাল সোমবার এখানে সংসদের শুন্য আসনে নির্বাচন হচ্ছে। আশা করি একটা ভাল নির্বাচন হবে।
এর আগে তিনি সফর সঙ্গীদের নিয়ে বেলা পৌনে দুটায় বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদের কার্যালয়ে আসেন ও তার সভা কক্ষে একান্তে আলোচনায় বসেন। আলোচনা শেষ করে তিনি রংপুর যাত্রার আগে সাংবাদিকদের উদ্দেশ্যে
ব্রিফিং করেন। রাষ্ট্রদুতের বক্তব্য অনুবাদ করে শোনান দুতাবাসের পাবলিক এ্যাফেয়ার্সএর প্রেস স্পেশালিস্ট রিকি সালমানিয়া।