বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুকুল হোসেনের সঞ্চনালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আ.লীগ নেতা মখলেছুর রহমান, মোতাহার আলী, মুক্তার হোসেন বকুল, আবদুস সালাম, তীর্থ সলিল রুদ্র, লুৎফর রহমান, মামুনুর রশিদ, সুজন প্রামানিক, রাকিবুল হাসান রাজ্জাক, কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, শ্রমিকলীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ, পৌর যুবলীগের আহ্বায়ক জাইদুল ইসলাম সুজন, পৌর শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান সবুজ, তাতী লীগের সভাপতি আবু নোমান, সাধারন সম্পাদক তারেক মাহমুদ ডিউ, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আবু তৌহিদ রাজীব, পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান, কলেজ ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি সভাপতি রোমান আহমেদ সোহাগ, আশরাফুল ইসলাম পায়েল প্রমূখ। এরপূর্বে আ.লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।