ÒMove, Learn and DiscoverÓ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে ‘অলিম্পিক দিবস-২০১৯’ এর বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মাহমুদুল আলম।
পরে র্যালীটি জেলা প্রশাসকের নেতৃত্বে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালীটি দিনাজপুর বড় ময়দানস্থ স্পোর্টস ভিলেজে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালীতে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আজিজুর রহমান, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপূর্ব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, নির্বাহী সদস্য ও ভলিবল উপ কমিটির আহবায় সমিরণ ঘোষ, প্রশান্ত সরকার অরুন, মো. আনোয়ারুল ইসলাম, আসলামুর রহমান মাহবুবসহ ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন।